আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই গোটা শহর সেজে উঠেছে উৎসবের আমেজে। তবে এই সফর নিছক রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নের ঘোষণা।
১০১০ কোটির গ্যাস প্রকল্পের শিলান্যাস
আজকের এই সফরের মূল উদ্দেশ্য—আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই প্রকল্পের মোট বিনিয়োগ ১০১০ কোটি টাকারও বেশি। সরকারের ‘মিনিমাম ওয়ার্ক প্রোগ্রাম’ অনুযায়ী এটি বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২.৫ লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু বাড়ি নয়, ১০০-র বেশি দোকান ও কারখানাও এই গ্যাস সংযোগ পাবে।
গাড়ির জন্য আসছে CNG স্টেশন
এই প্রকল্পের আওতায় ১৯টি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (CNG) স্টেশনও তৈরি হবে, যার মাধ্যমে উত্তরবঙ্গের যানবাহনগুলিও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুবিধা পাবে। এর ফলে যানবাহনের দূষণ অনেকটা কমবে বলেই মনে করছেন পরিবেশবিদরা।
উত্তরের মানুষের জন্য নতুন দিগন্ত
প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগ উত্তরবঙ্গের মানুষের কাছে এক নতুন দিগন্ত খুলে দেবে। গ্যাসের সুবিধা যেমন বাড়ির রান্নাঘর বদলে দেবে, তেমনই শিল্পক্ষেত্রেও আসবে গতি। এই উন্নয়ন কর্মসূচি আগামী দিনে আরও বহু পরিবারকে আর্থিক ও পরিবেশগতভাবে উপকৃত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই সফর এবং প্রকল্প শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি উত্তরবঙ্গের উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামিদিনে এর সুফল কতটা বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার।
#WATCH | West Bengal’s Alipurduar decked up ahead of Prime Minister Narendra Modi’s visit
Today, PM Modi will lay the foundation stone of the City Gas Distribution (CGD) project in Alipurduar and Cooch Behar districts of West Bengal. The project, worth over Rs 1010 crore, aims… pic.twitter.com/SVl2KB3giI
— ANI (@ANI) May 29, 2025