প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ সরকারকে। দিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে যখন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন, তখন অনুপস্থিত রইল তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন মোদী।
“সবাই এল, তৃণমূলই এলো না”
মোদী বলেন, “আমরা বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছি। ওড়িশা, অন্ধ্র, ছত্তিশগড়—সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন। শুধু তৃণমূল কংগ্রেসের সরকারই এল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি আরও যোগ করেন, “যে বৈঠকে দেশের নীতিগত দিশা ঠিক হয়, সেখানে রাজনীতি না করে অংশগ্রহণ করা উচিত। কিন্তু তৃণমূলের কাজ এখন শুধু রাজনীতি করা—এ ছাড়া কোনও দায়বদ্ধতা নেই।”
কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন
তৃণমূল সরকারের এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষত, কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ফের প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় স্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে আরও গভীর রাজনৈতিক দূরত্বের?
বিরোধিতার রাজনীতি না দায়বদ্ধতা?
বিশেষজ্ঞদের মতে, নীতি আয়োগের মতো বৈঠক রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে অংশগ্রহণের মঞ্চ। সেখানে অংশ না নিয়ে তৃণমূল যে বার্তা দিল, তা রাজনৈতিক হিসেব-নিকেশেই কি সীমাবদ্ধ, না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়েই চলছে জল্পনা।
তবে মোদী যেভাবে সরাসরি আক্রমণ করলেন, তাতে স্পষ্ট, কেন্দ্রও এ নিয়েযথেষ্ট বিরক্ত।