ওড়িশার বালাসোর-ফুলাদি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস নুনিয়াঝোড়ি ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত বালাসোর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
দমকল ও ODRAF দ্রুত উদ্ধারকাজে নামে
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বিভাগ ও ওডিশা র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF) ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে ট্র্যাক্টরের গাফিলতির ইঙ্গিত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ট্র্যাক্টরটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারায়, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। বাস ও ট্র্যাক্টর উভয়কেই জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানা।
চলছে তদন্ত, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই রোডে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল এক সাধারণ ব্যাপার, আর তার ফলেই বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
#WATCH | Balasore, Odisha: A passenger bus, carrying around 35 passengers, fell into a nearby drain after a tractor coming from the opposite direction collided with it on the Balasore-Fuladi road near Nuniajodi Bridge. 25 passengers injured. The injured were rushed to the… pic.twitter.com/edQUJ2CxKA
— ANI (@ANI) May 6, 2025