গভীর রাতে হুড়োহুড়ি, আতঙ্কে ঘুম ভাঙল এলাকার কিছু বাসিন্দার। সোমবার রাত প্রায় ২টো নাগাদ পাণ্ডুয়া থানার অন্তর্গত একটি ATM বুথে চাঞ্চল্যকর লুটের চেষ্টার ঘটনা ঘটে। মুখ ঢাকা, টুপি পরা অবস্থায় এক দুষ্কৃতী ATM মেশিনে ঢুকে চুরি করার চেষ্টা চালায়।
মুখ ঢাকা, মাথায় টুপি—সিনেমার কায়দায় অপারেশন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মুখ ও মাথা ঢেকে রেখেছিল যাতে কেউ চিনতে না পারে। ATM মেশিনে থাকা টাকা লুট করার উদ্দেশ্যেই ওই ব্যক্তি বুথে প্রবেশ করেছিল বলে অনুমান। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার কারণে মেশিন ভাঙতে ব্যর্থ হয় সে।
টাকা লুট করতে পারেনি, সিসিটিভিতে ধরা পড়ল
ঘটনার পরই বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তাতে ধরা পড়ে অভিযুক্তের গতিবিধি। যদিও মুখ ঢাকা থাকায় পুরোপুরি শনাক্ত করা যায়নি, তবুও পুলিশ তদন্তে নেমেছে। ATM বুথে কোনো টাকা খোয়া যায়নি বলেই জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।
তদন্তে নেমেছে পাণ্ডুয়া থানার পুলিশ
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাণ্ডুয়া থানার পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে। দুষ্কৃতী কোথা থেকে এল, একা ছিল না কি আরও কেউ জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন, উদ্বিগ্ন স্থানীয়রা
একটি জনবহুল এলাকায় এই ধরনের চুরি ঢোকার চেষ্টা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয় বাসিন্দারা ATM বুথে রাত্রিকালীন নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন। পাণ্ডুয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং অপরাধীকে দ্রুত ধরার চেষ্টা চলছে।
এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠছে—এই দুঃসাহসিক চেষ্টার পিছনে আসল মাথা কে? তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে এলাকাবাসী।