সোনারপুরের নতুন পল্লীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল অষ্টম শ্রেণির ছাত্র, নাম দেবজ্যোতি ধর। বয়স মাত্র ১৪ বছর। জানা যায়, বাড়ির ভেতর চাল ওজন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎ সংযোগে ত্রুটি?
ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত নতুন পল্লী এলাকায়। দেবজ্যোতির বাবা কালাচাঁদ ধর পেশায় ভুষিমাল ব্যবসায়ী। সোমবার সকালে দোকানের জন্য চাল ওজন করছিল দেবজ্যোতি। তখনই ইলেকট্রিক ওজন মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
ইলেকট্রিক মেশিনেই বিপদ, মা পুজো সেরে ফিরে দেখেন…
ঘরের পাশেই ছিলেন মা মুনমুন ধর। পুজো শেষে ছেলের ঘরে গিয়ে দেখেন দেবজ্যোতি মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে পরিবারের লোকেদের ডাকেন। ছেলেকে নিয়ে তড়িঘড়ি পৌঁছন সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা দেবজ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন।
শোকের ছায়া গোটা এলাকায়
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, দেবজ্যোতি শান্ত ও মেধাবী ছাত্র ছিল। হঠাৎ এই মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। পুলিশ জানিয়েছে, ওজন মেশিনটি বাজেয়াপ্ত করে পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেশিনে কোনও বিদ্যুৎ ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।