শুক্রবার দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার অন্তর্গত বোল্লা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক বাস দুর্ঘটনা। দমকা হাওয়া আর টানা বৃষ্টির মধ্যে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গিয়ে ধাক্কা মারে একটি গাছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী।
ওভারটেক করতে গিয়েই বিপত্তি
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বাসটি বালুরঘাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বৃষ্টিভেজা রাস্তায় একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। আর তখনই চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার ধারে একটি বড় গাছে সজোরে ধাক্কা মারে।
স্থানীয়রা ছুটে আসেন, পরে পৌঁছায় পুলিশ
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বাস থেকে বের করে আনেন। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
চালক পলাতক, তদন্তে পুলিশ
এই ঘটনায় চালক পলাতক বলেই জানিয়েছেন পতিরাম থানার ওসি সৎকার সাংবো। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। দুর্ঘটনার পর বেশ কিছু সময় জাতীয় সড়ক ৫১২ নম্বর অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ বাসটি সরিয়ে নেওয়ার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, খারাপ আবহাওয়ায় ওভারটেক করা কতটা বিপজ্জনক হতে পারে। প্রশাসনের উচিত এই ধরনের দুর্ঘটনা রুখতে আরও সচেতনতা ও নিয়মকানুন জোরদার করা।