রবিবার দুপুরে হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে নেমে গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে গেল দুই কিশোরী ও এক কিশোর। স্থানীয়দের চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও শোক।
বন্ধুরা ফিরলেও তিনজন আর ফেরেনি
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন কয়েকজন কিশোর-কিশোরী একসঙ্গে স্নানে নামে সুরকি ঘাটে। আচমকাই গঙ্গায় বেড়ে যায় জোয়ার। স্রোতের টানে একে একে তিনজন তলিয়ে যায়। বাকিরা কোনওভাবে উঠে আসতে পারলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তৎপরতা শুরু করে পুলিশ ও উদ্ধারকারী দল
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। গঙ্গায় নামানো হয় স্পিডবোট। শুরু হয় উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত নিখোঁজ তিনজনের সন্ধানে চলছে তল্লাশি।
পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ
নিখোঁজ কিশোর-কিশোরীদের বাড়িতে এখন শোকের ছায়া। আতঙ্কিত গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর বর্ষার আগে এই ঘাটে এমন বিপজ্জনক জোয়ার দেখা যায়, কিন্তু সেভাবে কোনও সতর্কতা বা নিষেধাজ্ঞা দেখা যায় না।
প্রশাসনের কাছে প্রশ্ন
এখন প্রশ্ন উঠছে, গঙ্গার এমন বিপজ্জনক ঘাটে কোনও সতর্কতা ছাড়া কিশোর-কিশোরীরা কীভাবে স্নানে নামল? ছিল না কোনও নজরদারি? স্থানীয়দের দাবি, প্রশাসন যেন এই ঘটনার সঠিক তদন্ত করে এবং ভবিষ্যতের জন্য সুরক্ষার ব্যবস্থা নেয়।