ভারত-পাকিস্তান সীমান্তে আবারও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। একদিকে পাকিস্তানের তরফে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, অন্যদিকে ভারতও পাল্টা প্রতিরোধে নামিয়েছে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা। মে ৮ এবং ৯ তার মাঝরাতে জম্মু-কাশ্মীরের সীমান্ত দিয়ে বেশ কয়েকটি পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তবে সেগুলি মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।
ভারতীয় প্রতিরক্ষা শক্তিতে ‘আকাশ’-এর দাপট
এই পাল্টা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম। সেনা সূত্রে জানা গেছে, এই সিস্টেম এখন পশ্চিম সীমান্তে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থাপন করা হয়েছে। ভারতীয় সেনা ও বায়ুসেনা যৌথভাবে এই মিসাইল ব্যবহার করছে।
ড্রোনের বিরুদ্ধে আকাশ কীভাবে কাজ করে?
আকাশ একটি মধ্যম পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে একাধিক শত্রু ড্রোন, যুদ্ধবিমান বা হেলিকপ্টারকে নিশানা করতে পারে। ২৫ কিমি পর্যন্ত দূরের টার্গেট খুব সহজেই ধ্বংস করতে সক্ষম। এমনকি ১০০ মিটার নিচুতে উড়তে থাকা টার্গেটও ধরতে পারে এটি।
মোবাইল ইউনিট, দ্রুত প্রতিক্রিয়া
এই সিস্টেমটি মোবাইল প্ল্যাটফর্মে বসানো থাকায় খুব দ্রুত যেকোনও জায়গায় সরিয়ে নেওয়া যায়। কমান্ড গাইডেন্স ও ফেজড অ্যারে রাডারের মাধ্যমে এটি কাজ করে, এবং সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয়। দ্রুত ‘ডিটেকশন-টু-কিল’ চক্র এর অন্যতম বড় বৈশিষ্ট্য।
সেনার আত্মবিশ্বাস ও প্রস্তুতি
সেনার এক আধিকারিক জানিয়েছেন, “আমাদের আকাশ সিস্টেম পাকিস্তানের হামলাকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। এটা ভারতীয় প্রযুক্তির বড় সাফল্য।”
বর্তমানে ভারতীয় সেনা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত জুড়ে আকাশ-সহ আরও বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।