TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

PMJJBY : মাসে মাত্র ৩৬ টাকায় ২ লক্ষ টাকার বিমা! জীবনের ঝুঁকি কমাতে কেন্দ্রের আশ্চর্য যোজনা

মাত্র ৩৬ টাকা মাসিক খরচে মিলবে ২ লক্ষ টাকার জীবন বিমা! জানুন PM Jeevan Jyoti Bima Yojana-র সুবিধা, শর্ত এবং আবেদনের প্রক্রিয়া।

Debapriya Nandi Sarkar

PMJJBY : আজকের অনিশ্চিত জীবনে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা শুধু একটা জীবনই নয়, ভেঙে দিতে পারে গোটা পরিবারকে। বিশেষ করে যদি পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি অকালেই প্রাণ হারান, তখন সেই পরিবার দাঁড়ায় চরম অনিশ্চয়তার সামনে। ঠিক সেই মুহূর্তে একটা বিমা প্রকল্প হতে পারে বাঁচার শেষ অবলম্বন। আর সেই সুবিধাই দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ (PMJJBY)

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কী এই জীবন জ্যোতি বিমা যোজনা?

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয় এই প্রকল্প। লক্ষ্য ছিল—অসংগঠিত ক্ষেত্রে কর্মরত, আর্থিক ভাবে দুর্বল পরিবারের মানুষজনকে বিমার আওতায় আনা। বছরে মাত্র ৪৩৬ টাকা, অর্থাৎ মাসে মাত্র ৩৬ টাকা জমা দিলেই এই যোজনায় মিলবে ২ লক্ষ টাকার জীবন বিমা কভারেজএই বিমা এক বছরের জন্য বৈধ থাকে। কভারেজ শুরু হয় ১ জুন থেকে এবং শেষ হয় পরের বছরের ৩১ মে-তে। অর্থাৎ প্রতি বছর পুনরায় রিনিউ করতে হয় এই স্কিম।

কারা এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন?

  • বয়সসীমা: ১৮ থেকে ৫৫ বছর বয়সী ভারতীয় নাগরিকেরা এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট: যাঁদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা খুব সহজেই নিজের ব্যাঙ্কের মাধ্যমে এই বিমায় নাম লেখাতে পারেন।

  • অটো-ডেবিট সুবিধা: বিমার টাকা সরাসরি সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি বছর কেটে নেওয়া হয়, তাই আলাদা করে পেমেন্টের ঝামেলা নেই।

বিমার অর্থ কীভাবে পাওয়া যাবে?

যদি বিমাকৃত ব্যক্তির মৃত্যু হয় (প্রাকৃতিক হোক বা দুর্ঘটনাজনিত), তবে নির্ধারিত নমিনির হাতে এই ২ লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয়। কোনও মধ্যস্থতা ছাড়াই, নির্ধারিত নিয়ম ও নথিপত্র জমা দেওয়ার মাধ্যমে সরাসরি অর্থ পায় মৃত ব্যক্তির পরিবার।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কীভাবে আবেদন করবেন?

এই স্কিমে আবেদন করার জন্য কোনও অনলাইন ঝামেলার দরকার নেই।

  • নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে

  • নির্দিষ্ট ফর্ম পূরণ করে

  • আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং নামিনির নথিপত্র জমা দিয়ে
    এই স্কিমের সুবিধা পাওয়া যায়।

অনেক ব্যাঙ্কে আবার এই পরিষেবা অনলাইনেও উপলব্ধ, যেখানে মোবাইল অ্যাপ বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আবেদন করা যায়।

১০ বছরে ১৭ কোটি মানুষ এই বিমায়!

২০১৫ সালে চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ১৭ কোটি ভারতীয় এই বিমা যোজনায় নাম লিখিয়েছেন। সংখ্যাটা স্পষ্ট করে দেয়, সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা ঠিক কতটা। কারণ খুব কম খরচে এমন জীবন বিমা অন্য কোথাও পাওয়া দুষ্কর।

সরকারি এই বিমা প্রকল্প বিশেষ করে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে প্রাইভেট বিমা সংস্থাগুলি অনেক টাকা প্রিমিয়াম দাবি করে, সেখানে মাত্র ৩৬ টাকা মাসে সরকার ২ লক্ষ টাকার কভারেজ দিচ্ছে—তা নিঃসন্দেহে প্রশংসনীয়।