TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

লজ্জার তালিকায় বাংলা! কোন রাজ্যে কত শতাংশ DA? দেখে নিন তালিকা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান! রাজ্যের কর্মীদের বকেয়া DA নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্য সরকারকে কত শতাংশ দিতে হবে, জানলে চমকে যাবেন।

Debapriya Nandi Sarkar

রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘ লড়াই যেন এক নতুন মোড় নিল শুক্রবার। বহুদিন ধরেই বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন তাঁরা। দিনের পর দিন রাজপথে আন্দোলন, মিছিল, অবস্থান কর্মসূচি চলছিল। কিন্তু রাজ্য সরকার কোনও স্থায়ী সমাধান দিতে পারেনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

এই আবহেই শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল এই মামলা। আর সেখান থেকেই এল এমন এক নির্দেশ, যা রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আদালতের স্পষ্ট বার্তা: “কম করে হলেও ২৫% বকেয়া DA দিতে হবে”

রাজ্য সরকার প্রথমে দাবি করে, পুরো বকেয়া DA মেটাতে গেলে রাজ্যের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। তাদের ভাষায়, “কোমড় ভেঙে যাবে”। কিন্তু শীর্ষ আদালতের দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, এটা কোনও অজুহাত হতে পারে না। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারকে অন্তত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবেই। আর এই নির্দেশ মানতে রাজ্য বাধ্য, না হলে পরবর্তী সময়ে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে আদালত।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

মামলার পেছনে মূল ইস্যু

এই মামলার পেছনে মূল ইস্যু হলো, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের DA-র মধ্যে বিশাল ফারাক। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন মোট ৫৫ শতাংশ DA, আর রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ। অর্থাৎ, ফারাক দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ! এই অসাম্য নিয়েই বারবার অভিযোগ তুলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

সারা দেশে কোন রাজ্যে কত শতাংশ DA? তালিকা দেখে চমকে যাবেন

শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যেও সরকারি কর্মীদের DA দেওয়ার হার আলাদা। তবে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। দেখে নিন রাজ্যভিত্তিক DA হারের তালিকা—

  • মহারাষ্ট্র ৪৫৫% (বকেয়া সহ)
  • নাগাল্যান্ড ২৫২%
  • কেন্দ্রীয় শাসিত অঞ্চল, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা ৫৫%
  • বিহার, ছত্তীসগড়, সিকিম ৫০%
  • তেলেঙ্গানা, তামিলনাড়ু ৫৩%
  • কর্নাটক, পঞ্জাব, মেঘালয় ৪০-৪৬%
  • অন্ধ্রপ্রদেশ, মণিপুর ৩০%, ৩৯%
  • ত্রিপুরা ৩৩%
  • তেলেঙ্গানা (ভিন্ন হিসাব) ২৬%
  • কেরল ১৫% (সর্বনিম্ন)
  • পশ্চিমবঙ্গ ১৮%

কর্মীদের মুখে আশার আলো, সরকারের কপালে চিন্তার ভাঁজ

কোর্টের এই নির্দেশে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের বহু সরকারি কর্মচারী ও পেনশনভোগী। তাঁদের মতে, ‘‘আমরা আমাদের প্রাপ্য চাইছি, কারও দয়া নয়। কোর্ট আমাদের পাশে থাকায় এখন আশ্বস্ত আমরা।’’

তবে সরকারের কাছে এটা এখন বড় মাথাব্যথা। একদিকে রাজকোষের সীমাবদ্ধতা, অন্যদিকে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ। এই অবস্থায় রাজ্য সরকার কীভাবে এই চাপ সামলাবে, সেটাই এখন দেখার।

আগামী দিনে কী হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার যদি এই নির্দেশ পালন না করে, তাহলে আদালত অবমাননার মামলা হতে পারে। আবার সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে ধাপে ধাপে বকেয়া DA মেটানোর রোডম্যাপ প্রকাশ করতে পারে। রাজ্য সরকার এখন এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।