TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Asutosh College : ভর্তির ধুম! মাত্র ৯৯৯ টাকায় আশুতোষ কলেজে ২৫টি পেশাভিত্তিক কোর্স, অনলাইনে মিলবে ক্লাস

আশুতোষ কলেজ চালু করছে ২৫টি নতুন পেশাভিত্তিক কোর্স, যার ক্লাস হবে অনলাইনে। কোর্সের মেয়াদ ১২ সপ্তাহ, ফি মাত্র ৯৯৯ টাকা।

Debapriya Nandi Sarkar

Asutosh College : আধুনিক পেশাগত জগতে যোগ্যতা বাড়ানোর এক নতুন দিশা দেখাচ্ছে আশুতোষ কলেজ। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জন্য চালু করা হচ্ছে মোট ২৫টি পেশাভিত্তিক কোর্স। প্রতিটি কোর্স হবে ১২ সপ্তাহের এবং ক্লাস হবে পুরোপুরি অনলাইনে। আর খরচ? মাত্র ৯৯৯ টাকা!

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কলেজ কর্তৃপক্ষের দাবি, এই কোর্সগুলি শুধুমাত্র কলেজের বর্তমান পড়ুয়াদের জন্য নয়—ভারতের যেকোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ব্যক্তিরাই এই কোর্সে অংশ নিতে পারবেন।

পেশাগত দক্ষতার দিকে এক ধাপ এগিয়ে

কলেজের অধ্যক্ষ মানস কবির কথায়, “এই কোর্সগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে পড়ুয়ারা চাকরি বাজারে বাড়তি সুবিধা পান। পেশাগতভাবে দক্ষ হতে গেলে শুধু মূল পাঠ্যক্রম নয়, আলাদা করে এই ধরণের কোর্সও খুব দরকার।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

এই সব কোর্স শুধুই অনলাইনে চালু হলেও, যেসব কোর্সে প্র্যাকটিক্যাল ক্লাস প্রয়োজন, সেখানে ছাত্রছাত্রীদের কলেজে আসতে হবে বলে জানান তিনি।

কোন কোন বিষয়ে কোর্স?

২৫টি কোর্সের তালিকা বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ। কয়েকটি উল্লেখযোগ্য কোর্সের মধ্যে রয়েছে:

বি কিপিং অ্যান্ড ম্যানেজমেন্ট: মৌমাছি পালন ও ব্যবস্থাপনার ওপর একটি অভিনব কোর্স, আয়োজক প্রাণিবিদ্যা বিভাগ।

এমপাওয়ার ইয়োর লাইফ: চাকরিজীবনে প্রয়োজনীয় সফট স্কিল শেখানোর জন্য মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত।

হারবাল কসমেটোলজি ও অ্যারোমাথেরাপি: কসমেটিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে ইচ্ছুকদের জন্য এই কোর্স প্রাণিবিদ্যা বিভাগ চালাচ্ছে।

ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স: ইউপিএসসি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স।

ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট: ইতিহাস বিভাগের অধীনে এই কোর্সটি চালানো হবে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য।

ওয়াইল্ডলাইফ কনজ়ারভেশন অ্যান্ড ইকোট্যুরিজ়ম: পরিবেশবিজ্ঞান বিভাগের বিশেষ উদ্যোগ।

প্রযুক্তি ও গবেষণার পাঠ

এছাড়াও রয়েছে এআই, বায়োইনফরমেটিক্স, কোয়ানটেটিভ অ্যাপ্টিটিউড, জিওগ্রাফিকাল টুলস, বায়োইনস্ট্রুমেন্ট, সায়েন্টিফিক পেপার রাইটিং-এর মতো বেশ কিছু আধুনিক ও গবেষণাভিত্তিক কোর্স। যাদের অনেকগুলিই প্রত্যক্ষভাবে গবেষণা বা ইন্ডাস্ট্রি নির্ভর পেশার সঙ্গে যুক্ত।

ভর্তি ও তথ্য কোথা থেকে মিলবে?

আগ্রহীরা আশুতোষ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ২৫টি কোর্স সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। সেখান থেকেই সরাসরি অনলাইন ভর্তি করা যাবে।

কোনও নির্দিষ্ট বয়স বা বিষয়ভিত্তিক বাধ্যবাধকতা নেই বেশির ভাগ কোর্সে। তাই যাঁরা চাকরির পাশাপাশি নতুন কিছু শিখতে চান, কিংবা ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে চান—তাঁদের জন্য আশুতোষ কলেজের এই কোর্সগুলি হতে পারে এক সুবর্ণ সুযোগ।

উল্লেখ্য, প্রথাগত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যে পেশাভিত্তিক প্রশিক্ষণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আশুতোষ কলেজের এই উদ্যোগ তা প্রমাণ করে দেয়। কম খরচে, অনলাইনে, যুগোপযোগী বিষয়ভিত্তিক কোর্স—এই তিনে মিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও বেশি দৃঢ়ও প্রস্তুত করে তুলতে পারে এই প্রকল্প।