রেশন ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তনের পথে হাঁটল উত্তরপ্রদেশ সরকার। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যও রেশন কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে কম দামে খাদ্যশস্য পাওয়ার অধিকার থেকে আর বঞ্চিত থাকবেন না রুপান্তরকামীরা।
রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ অভিযান
সরকার জানিয়েছে, যেসব রুপান্তরকামী ব্যক্তি এখনও রেশন কার্ড পাননি, তাঁদের চিহ্নিত করতে রাজ্যজুড়ে এক বিশেষ অভিযান শুরু হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত, স্বচ্ছ ও সর্বজনীন প্রচার চালাতে—যাতে কোনও যোগ্য মানুষ এই সুবিধা থেকে বাদ না পড়েন।
খাদ্য সরবরাহ দপ্তরের স্পষ্ট নির্দেশ
খাদ্য ও সরবরাহ বিভাগ সমস্ত জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছে, রুপান্তরকামীদের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এনে তাঁদের রেশন কার্ড দেওয়া হোক। একই সঙ্গে তাঁদের পরিবারেরও শ্রেণীভুক্তিকরণ করে যথাযথ সুবিধা নিশ্চিত করতে হবে।
এখনও বঞ্চিত হাজার হাজার রুপান্তরকামী
উত্তরপ্রদেশ ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড জানিয়েছে, এখনও রাজ্যের বহু রুপান্তরকামী শিক্ষা, চাকরি ও সরকারি প্রকল্পের বাইরে রয়েছেন। তাঁদের অনেকেরই রেশন কার্ড নেই, ফলে বিনামূল্যে বা কম মূল্যের খাদ্যসামগ্রীর সুবিধা তাঁরা পান না।
মুখ্যমন্ত্রীর বার্তা: কাউকেই পিছনে রাখা হবে না
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট করে দিয়েছেন—সমাজের কোনও অংশকেই পিছনে ফেলে রাখা যাবে না, পরিচয় যাই হোক না কেন। সরকারের লক্ষ্য, সকলেই যেন সমানভাবে সরকারি প্রকল্পের সুবিধা পান।
বর্তমানে রাজ্যে ১,০৬৭ জন রুপান্তরকামীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং ২৪৮ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পেয়েছেন। এর আগে গরিমা গৃহ, বৃদ্ধাশ্রম ও বৃত্তির মতো নানা প্রকল্প চালু করেছে সরকার। এবার রেশন সুবিধা যুক্ত হয়ে রুপান্তরকামীদের জীবনে আরও এক নতুন দিগন্ত খুলে দিল।