আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চলবে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের উপর অবস্থান করছে। এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যাবে। এর জেরেই দক্ষিণবঙ্গজুড়ে একটানা বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি
আজ সোমবার এবং কাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায়। ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। এই সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দফতর।
কোন জেলাগুলোতে বেশি সতর্কতা?
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে উপকূলবর্তী জেলা বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য। বুধবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। আবহাওয়া খারাপ থাকার কারণে মাছ ধরতে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন মৎস্যজীবীরা, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।
বুধবার-গৃহস্পতিবার খানিকটা স্বস্তি
বুধবার ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট সামান্য কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাব একেবারে কেটে যাবে না। মাঝে হালকা ছেদ পড়লেও সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মানুষের কী করণীয়?
-
ঝড়বৃষ্টির সময় অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া এড়িয়ে চলুন
-
বৈদ্যুতিক তার, পুকুর বা জল জমা রাস্তায় হাঁটবেন না
-
ছোট ও মাঝারি নৌকাযোগে সমুদ্রে যাওয়া বন্ধ রাখুন
-
স্কুল ও কলেজের তরফে আগাম প্রস্তুতি গ্রহণ করা জরুরি
-
প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন
প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকলে আগাম সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের মানুষদের আগামী এক সপ্তাহ হতে চলেছে চূড়ান্ত সতর্কতার। গ্রামীণ এলাকা থেকে শহর—সকলেরই এখন সাবধান হওয়া জরুরি।