আজকাল চা খাওয়া হোক বা স্মার্টফোন কেনা, সব ক্ষেত্রেই UPI পেমেন্টই ভরসা। কিন্তু অনেক সময় এমন হয় যে, এরকম বিপদে পড়তে হয়েছে অনেককেই। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে হাজির হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। NPCI-এর নতুনের নিয়ম অনুযায়ী, এবার থেকে একেবারে শূন্য অ্যাকাউন্ট থেকেও করা যাবে UPI পেমেন্ট! কিন্তু কিভাবে এটা সম্ভব সেটাই ভাবছেন তো? জানুন সবকিছু এই প্রতিবেদনে!
কীভাবে সম্ভব শূন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট?
NPCI চালু করেছে একটি নতুন পরিষেবা—UPI Credit Line। এটি এক ধরনের ডিজিটাল ক্রেডিট কার্ড, যাকে সহজ কথায় বলা যায় প্রি-অ্যাপ্রুভড লোন। অর্থাৎ, আপনি আগাম অনুমোদিত একটি নির্দিষ্ট সীমার মধ্যে টাকা খরচ করতে পারবেন, ঠিক যেমন ক্রেডিট কার্ডে হয়। এই পরিষেবার মাধ্যমে কোনও অ্যাকাউন্টে টাকা না থাকলেও, পেমেন্ট করা যাবে ফোন থেকেই।
ব্যবহার করবেন কীভাবে?
1. নিজের ব্যাঙ্কের সাথে সংযুক্ত UPI অ্যাপে (যেমন BHIM, GPay, PhonePe, Paytm ইত্যাদি) ক্রেডিট লাইন পরিষেবার জন্য আবেদন করতে হবে।
2. ব্যাঙ্ক নির্দিষ্ট একটি লিমিট অনুমোদন করবে, সেই লিমিটের মধ্যেই আপনি খরচ করতে পারবেন।
3. সময়মতো অর্থ ফেরত দিলে কোনও সুদ লাগবে না।
পরিশোধের সময়সীমা ও সুদের হার
ব্যাঙ্কগুলি সাধারণত ৪৫ দিনের সময়সীমা দেয় এই অর্থ ফেরতের জন্য। ৪৫ দিনের মধ্যে পরিশোধ করলে সুদ প্রযোজ্য নয়। এর বেশি সময় লাগলে, সাধারণ ঋণের মতই সুদ চাপানো হবে।
কারা পাবেন এই সুবিধা?
সরকারি হোক বা বেসরকারি—প্রায় সব ব্যাঙ্কেই চালু হয়েছে এই পরিষেবা। আপনি যদি একটি কার্যকরী UPI অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে এই সুবিধা নেওয়া সম্ভব। শুধু ব্যাঙ্কে গিয়ে আবেদন করলেই চলবে।
প্রসঙ্গত, হঠাৎ কোনো প্রয়োজন বা জরুরি পরিস্থিতিতে এই পরিষেবা হয়ে উঠতে পারে সত্যিকারের সহায়ক। NPCI-র এই পদক্ষেপ নিঃসন্দেহে বদলে দেবে ভারতের ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা।