TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘অপারেশন সিঁদুর’ নামেই সমস্যা? সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নিয়ে নোটিস বিতর্কে উত্তাল রাজনীতি

দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করতেই নোটিস পুলিশের! বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করতেই লালবাজার দিল ব্যাখ্যা। পিছনে রাজনৈতিক উদ্দেশ্য, না কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ? জানুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

দুর্গাপুজোর থিম ‘অপারেশন সিঁদুর’। নাম শুনেই চোখ কপালে কলকাতা পুলিশের? অন্তত এমনটাই দাবি করছেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ, থিম ঘোষণার পরপরই তাঁদের পুজো কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নোটিস পাঠানো হয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পুলিশ বলছে ভিড় নিয়ন্ত্রণ, বিজেপি বলছে রাজনৈতিক শিকার

সজল ঘোষের দাবি, “শুধু আমাদের পুজোকেই কেন নোটিস দেওয়া হল? কলকাতায় তো আরও বহু বড় পুজো হয়, তাঁদের কেন নয়?” তাঁর মতে, এই নোটিস থিমের নামের সঙ্গে সরাসরি জড়িত। অপারেশন সিঁদুর নামটা শুনেই কারও কারও ‘অ্যালার্জি’ হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে কলকাতা পুলিশ তথা লালবাজারের তরফে সাফ জানানো হয়েছে—এটি নিছক ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নিয়মমাফিক পদক্ষেপ। ১৪ জুন প্রথম নোটিস পাঠানো হয়, কোনও উত্তর না মেলায় ফের ১৮ তারিখে পাঠানো হয়েছে দ্বিতীয় নোটিস। পুলিশের বক্তব্য, “গত বছর এই পুজোয় বিশাল ভিড় হয়েছিল। এমনকি পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই আগেভাগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

রাজনৈতিক রং পাচ্ছে পুজোর আয়োজন

তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই বিতর্কে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর প্রশ্ন, “দেশপ্রিয় পার্কে যখন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়েছিল, তখন তো ওটা বিজেপি করেনি। তখনও কি বন্ধ হয়নি পুজো? বিপদ ঘটলে দায় কে নেবে?”

তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দুর্গাপুজো আন্তর্জাতিক মানচিত্রে জায়গা পেয়েছে। এখনও কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। কাজেই পুলিশ যদি কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়, তাতে রাজনৈতিক রং খোঁজা অপ্রাসঙ্গিক।”

জনগণের প্রশ্ন: সত্যিই কি নোটিস থিমের জন্য?

নোটিস বিতর্কে এখন সাধারণ দর্শনার্থী ও কলকাতার বাসিন্দাদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে—পুলিশের পদক্ষেপ কি নেহাতই সতর্কতা, না কি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাপানউতোর? অনেকেই মনে করছেন, যদি থিম ‘অপারেশন সিঁদুর’ না হত, তবে কি আদৌ এই নোটিস আসত?

তবে কেউ কেউ বলছেন, যেকোনও বড় পুজোয় ভিড় নিয়ন্ত্রণ জরুরি। পুলিশের পূর্ব অভিজ্ঞতা যদি বলে দেয় সেখানে অনিয়ন্ত্রিত জমায়েত হতে পারে, তবে তারা আগেভাগেই সতর্কতা নিতেই পারে।

নোটিসে থেমে থাকবে না থিম?

এত বিতর্ক, চাপানউতোর, রাজনৈতিক পাল্টাপাল্টি সত্ত্বেও সন্তোষ মিত্র স্কোয়ারে থিমের কাজ চলছে পুরোদমে। উদ্যোক্তারা বলছেন, “আমরা থিম বদলাব না। অপারেশন সিঁদুর মানেই মেয়েদের শক্তি, সম্মান আর আত্মরক্ষার বার্তা। একে বিতর্কিত করতে চাওয়া মানে সেই বার্তাকেই খাটো করা।”

কলকাতার পুজোর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, রাজনীতিও কম জড়িয়ে থাকে না। এবারের থিম নিয়ে যা শুরু হয়েছে, তা প্যান্ডেল তৈরি হওয়ার আগেই শহরের রাজনীতি গরম করে দিল। এখন দেখার, পুজো এলেই এই উত্তাপ বাড়ে না কমে। তবে একথা নিশ্চিত—‘অপারেশন সিঁদুর’ এখন শুধু থিম নয়, রাজনৈতিক লড়াইয়ের নতুন মঞ্চ।